ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী, দুই দিনব্যাপী অনুষ্ঠানমলার উদ্বোধন

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী, দুই দিনব্যাপী অনুষ্ঠানমলার উদ্বোধন

অমর কথা সাহিত্যিক বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়াস্থ বাস্তভিটায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমলার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর। আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. রশিদুজ্জামান। অনুষ্ঠান উপলক্ষে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, মীর মশাররফ হোসেন তার আত্মজীবনী ও উপন্যাসে সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার ওপর তীক্ষè কটাক্ষপাত করেছেন। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন সমাজব্যবস্থায় আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সাহিত্যের সব শাখাতেই তার অবাধ বিচরণ ছিল। তাই শত শত বছর ধরে বিষাদসিন্ধুসহ তার অনন্য সাহিত্য কর্মগুলো চির ভাস্কর ও অমলিন হয়ে থাকবে বাঙালি জাতির মানসপটে।

আলোচনা শেষে গাজী মিয়ার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা অবলম্বনে নাটক ‘কারো কিছু বলার নেই’ মঞ্চস্থ হয়। আজ বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত