ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটে বিএনপি কর্মীসহ একদিনে দুই খুন

বাগেরহাটে বিএনপি কর্মীসহ একদিনে দুই খুন

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এর মধ্যে জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে ক্ষীতিশ গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল চিতলমারী উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ক্ষীতিশ গাইন উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানি ক্ষীতিশ গাইনের সঙ্গে একই গ্রামের সেকেল উদ্দীনের ছেলে সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে স্থানীয় ভাবে একটি শালিশ বৈঠকহয়। শালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংশা হয়ে যায়। পরবর্তীতে ক্ষীতিশ গাইনকে প্রতিপক্ষ সকিনুর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতরআহত ক্ষীতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিতলমারী থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই দিন কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কেন হত্যা করেছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত