ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ

মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নবনিযুক্তদের মধ্যে ৩ প্রবীণ আইনজীবী গতকাল বুধবার পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট যোগদানপত্র দাখিল করেননি। জানা গেছে, গত ১০ নভেম্বর আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেয়া হয়। নবনিযুক্ত আইন কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন এএফএম নুরতাজ আলম বাহার। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত