বীজ সার ও অর্থ সহায়তা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ, শীতকালীন হাইব্রিড সবজি বীজ, সার ও নগদ অর্থ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন, খেসারি ফসলের বীজ ও সার এবং বোরো ধান বীজ ও সার বিতরণ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কৃষি উপসহকারী প্রতাপ চন্দ্র নাথের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এ সময় সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত উপস্থিত ছিলেন।