ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় দশ মাসে ১৮০০ অপরাধ সংঘটিত

ভোলায় দশ মাসে ১৮০০ অপরাধ সংঘটিত

ভোলার সাত উপজেলায় ১০টি থানায় চলতি বছরের জানুয়ারি-অক্টোবর এই ১০ মাসে ১ হাজার ৮৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারিভাবে অপরাধের চিত্র আরো বেশি। এরমধ্যে খুন ২৫টি, নারী নির্যাতন ৫৩৭টি, মাদক ২২৭টি, অপহরণ দুটি, পুলিশ আক্রান্ত একটি, অস্ত্র আইনে ১২টি, দ্রুত বিচারে দুটি, চোরা চালানে একটি, ডাকাতি ও দস্যুতার অভিযোগে তিনটি, বিস্ফোরকে একটি, সিঁধেল চুরি ৩১টি, মোটরযান দুর্ঘটনায় ১২টি ও চুরি ৪০টি অপরাধ সংঘটিত হয়েছে।

ভোলা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী ভোলা জেলায় বিগত ১০ মাসে ১৪৯টি, ফেব্রুয়ারিতে ১৫৪টি, মার্চে ১৮৩টি, এপ্রিলে ১৯৮টি, মে’তে ২০৫টি, জুনে ১৯৯টি, জুলাইয়ে ২১৫টি, আগস্টে ১৭৮টি, সেপ্টেম্বরে ১৮৪টি ও অক্টোবরে ২১৭টিসহ মোট ১ হাজার ৮৮২টিসহ অন্যান্য আরো ৯১৯টি অপরাধ সংঘটিত হয়। জেলা প্রশাসক আজাদ জাহান আইনশৃঙ্খলা কমিটির সভায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ বিভাগকে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক আইনি সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তিনি নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও অপহরণ বিষয়গুলো সামাজিকভাবে প্রতিরোধের ব্যাপারে সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ভোলার ৭ উপজেলায় ১০টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারিভাবে অপরাধের চিত্র আরো বেশি। অনেক অপরাধ প্রভাবশালীদের কারণে এবং গ্রাম্য সালিশির মাধ্যমে থানা পর্যন্ত না গড়িয়ে এলাকায় সমাধান হয়েছে। আবার অনেকে নানা কারণে মামলা করতে সাহস করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত