সাবেক দুই এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক ২ এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। আসামিরা হলেন- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম, তার ভাই একই আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা চয়ন ইসলাম, ইকবাল হোসেন নয়ন ও টিপু।

বাদীর আইনজীবী হোসেন শহীদ সরোয়ারদী ও আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা সাংবাদিকদের জানান, ২০২২ সালের ২৫ জুন উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করেছিল মামলার বাদী।

পরদিন আসামিরা বাধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অস্বীকার করায় বাদীকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে দখলে নিয়ে নেয়।

এতে তার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় বিএনপি নেতা শাহাদৎ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ মামলটি তদন্তের জন্য আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।