স্ত্রী হত্যায় যাবজ্জীবন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরাতে যৌতুকের টাকা দাবিতে স্ত্রী সুরইয়া খাতুন হত্যা অপরাধে আব্দুল করিম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদণ্ড দিয়েছেন নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন। গতকাল এ রায় প্রদান করা হয়। মামলাসূত্রে জানা যায়, ৯৮ সালে পারিবাকিভাবে রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের আশরাফ আলীর মেয়ে সুরইয়া খাতুনের সঙ্গে একই উপজেরার হাসনাবাদ গ্রামের মিন্নত আলীর ছেলে আব্দুল করিম ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয়। যৌতুকের টাকা নিয়ে আসামি আব্দুল করিম তার স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। ওই বছরের ২৪ জুলাই রাতের কোনো এক সময় মারধর করেন সুরইয়া খাতুনকে। পরে ট্রনে কাটা পড়েছে বলে চালিয়ে দেন।