শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডির সভাপতি রাজিব চৌধুরী। একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞানের ক্লাস নেন তিনি। গত বৃহস্পতিবার এ ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন। ইউএনও রাজীব চৌধুরী বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। চাকরির বাজারে চাহিদাও বেশি থাকবে। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না।

প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ বলেন, ইউএনও প্রতিষ্ঠানে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন।

শিক্ষকদের প্রতিষ্ঠানের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আজকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ ও তোফায়েল আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের ক্লাস নিতে গিয়ে ভালো লেগেছে। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পেরেছি।