ঢাকা ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস, যাত্রীরা খুশি

ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস, যাত্রীরা খুশি

সিরাজগঞ্জ থেকে ঢাকা চলাচলকারী একমাত্র আন্তঃনগর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন অবশেষে প্রায় সাড়ে ৩ মাস পর আবারো চালু করা হয়েছে।

গতকাল শুক্রবার ভোর ৬টায় আগের সময়সূচি অনুযায়ী সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ট্রেনটি বন্ধ থাকায় ঢাকায় যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় নানা অভিমত ব্যক্ত করেন যাত্রীরা। তারা বলেন, ভোরে এ ট্রেনটিতে ঢাকায় গিয়ে কাজকর্ম শেষ করে আবার সন্ধ্যায় বাড়ি ফেরা যায়। তবে আগের মতো যেন আন্তঃনগর এ ট্রেনটি লোকাল ট্রেনের মতো চলাচল না করানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি করছি। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনসহ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ৪ আগস্ট ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি বন্ধ হয়ে যায়।

এরপর ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ আন্দোলন গড়ে তোলা হয়। সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সাংস্কৃতিক পদযাত্রাসহ রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চলতে থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ অবশেষে ট্রেনটি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আবারো চালু করায় রেলওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতারাসহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত