‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে নবান্ন উৎসব পালিত হয়েছে। গত শুক্রবার বিকালে সেঁজুতি অঙ্গনে ‘নবান্ন, আত্মার বন্ধন ও সামসময়িক প্রেক্ষাপট’ শিরোনামে একুশে পাঠচক্রের ৬৭তম আসরে শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে এ নবান্ন উৎসব পালিত হয়। শিক্ষক অরুপ দেবনাথের সঞ্চালনায় নবান্ন উৎসবে বক্তব্য রাখেন- অ্যাড. সুধাংশু কালোয়ার, কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল, কণ্ঠস্বর এর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী। সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সেঁজুতি সাহিত্য সংসদের সদস্যরা। দ্বিতীয় পর্বে আসরে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি, গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষক শিল্পী সদানন্দ সরকার, সেঁজুতি সঙ্গীত একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি, বিজয়া সাহা, সেঁজুতি সাহা, বৃন্দা সাহা, পৌসী সাহা, শায়ন সরকার, ইসরাত প্রমুখ। পরে নৃত্য পরিবেশন করেন গুঞ্জা সাহা এবং অভিনয় করেন মিথিল, মাশুক, স্নেহা, নাঈম, শুভজিৎ ও অভি।