কান্তজিউ মন্দিরে রাস মেলার উদ্বোধন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
২৭২ বছরের প্রথা মেনে দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহ্যবাহী কান্তনগর (কান্তজিউ) মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে মাসব্যাপী চলে মেলা। ১৭৫২ সাল থেকে এখানে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। গত শুক্রবার রাতে মাসব্যাপী রাস উৎসবের উদ্বোধন করেন কাহারোলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন। এ সময় রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডা. ডি সি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। রাস উৎসব ও মেলায় বিভিন্ন জেলাসহ দেশ-বিদেশের ভক্ত-পুণ্যার্থী ও পর্যটকরা ভিড় জমান। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন বলেন, ভক্তদের সার্বিক নিরাপত্তা, মেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে উপজেলা, জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।