তিতাসে ১০ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ পাচ্ছে প্রায় ১০ হাজার কৃষক। গত সপ্তাহে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি সপ্তাহে বাকি সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে অবশিষ্ট উপকরণ বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করেছে। তবে মৌসুমের শুরুতে সরকারি বীজ ও সার পেয়ে কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ইউপি চেয়ারম্যান ও সদস্য ছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধাভোগী তালিকা করা হয়েছে। তালিকায় অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক বিনামূল্যে সরকারি সুবিধা ভোগ করবে। এদের মধ্যে গত ১২ নভেম্বর ৫৯০ জনের মাঝে নির্দিষ্ট হারে সরিষা, মসুর, খেসারি ও পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। গত ১৪ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নের ৬ হাজার ৮শ কৃষকের মধ্যে থেকে ৪ হাজার ৮শ জনের মাঝে ৫ কেজি হারে বোরো ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ২ কেজি হারে ২শ জন কৃষক হাইব্রিড ধানের বীজ এবং ১ হাজার ৯শ জন কৃষক সবজির বীজ পাবেন। উপজেলা পরিষদ মাঠে বীজ ও সার নিতে আসা কৃষক তারা মিয়া বলেন, ‘জমি থেকে পানি নামার পর প্রস্তুত করা হচ্ছে। যথাসময়ে বীজ ও সার পাওয়ায় এবার আর টেনশন রইল না। আশা করি আল্লাহপাক ভালো ফলন দিবেন। মর্জিনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর নিজেই কৃষি কাজের দেখাশোনা করি। সরকারি ভাবে বীজ ও সার দিচ্ছে, পেয়ে অনেক খুশি। কদমতলী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম বলেন, আমরা মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সার্বিক সহযোগিতায় সুবিধাভোগীদের তালিকা করে থাকি। এবার যেহেতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ তাদের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে, সেহেতু সুবিধাভোগীদের তালিকা আমাদের করতে হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এবার উপজেলা পর্যায়ে প্রায় ১০ হাজার কৃষক বিনামূল্যে সরকারি ভাবে কৃষি উপকরণ বরাদ্দ পাবেন। এদের মধ্যে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ সম্পূর্ণ হয়েছে। চলতি সপ্তাহে বাকি কৃষকদের মাঝেও বাকি বীজ ও সার বিতরণ করা হবে।