এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ এর উদ্যোগে ও প্রশাখার সার্বিক সহযোগিতায় গতকাল শেরপুরের ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সবজি চারা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান মুকিত। এ সময় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ প্রফেসর ড. মশিউর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হাসনীন জাহান, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্না, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, প্রশাখার উপদেষ্টা মাসুদ হাসান, প্রশাখার সভাপতি শ্রী শংকর রায়, সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।