ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় আইনজীবী সাংবাদিক মতবিনিময়

বগুড়ায় আইনজীবী সাংবাদিক মতবিনিময়

বিশ্ব মানের উচ্চ শিক্ষার অবারিত সুযোগ সৃষ্টির লক্ষ্যে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগামী ২০২৫ সাল থেকে এলএলবি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে।

গতকাল শনিবার মমইন পার্ক অ্যান্ড রিসোর্টের দি-ট্রেড সেন্টার কনভেনশন হলে মতবিনিময় সভায় ভালো মানুষ গড়তে ও মানসম্পন্ন জীবনের জন্য ক্ষমতায়নে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন আইনজীবী ও সাংবাদিকরা। সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ড. চিত্র রঞ্জন মিশ্র। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক, বগুড়া বার সমিতির সভাপতি এ্যাডভেকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর, বোর্ড অব ট্রাস্ট পুন্ড্র ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মতিউর রহমান, সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, ট্রেজারার প্রফেসর মো. সুজন শাহ-ই-ফজলুল প্রমুখ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অংশ নেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত