ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচর বালুমহালে শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার ব্যবহার করায় মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা হয়েছে। গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা। জানা যায়, বালুমহালে ইজারার শর্ত মতো যে কয়টি ড্রেজার ব্যবহার করার কথা তার চাইতে কয়েকটি ড্রেজার বেশি ব্যবহার করে বালু উত্তোলন করছে। অতিরিক্ত কয়েকটি ড্রেজার ব্যবহার সংক্রান্ত শর্ত ভঙ্গের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত