চাঁদপুর সদরে প্রত্যন্ত অঞ্চলের ৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
গত শনিবার সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।মূলত বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা কার্যক্রেমর মধ্যদিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
এখানে শিশু, গাইনি, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসক, ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।
আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান জানান, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যারা চিকিৎসা নেয়া ও ওষুধ কেনার সামর্থ নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়া ও সব সময় আমরা মানুষের পাশে থাকব এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা থাকবে।