টেকনাফে অপহরণ চক্রের হোতা গ্রেপ্তার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোতা সাত মামলার পলাতক আসামি বদরুদ্দোজা প্রকাশ বদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর সোয়া ৪টার দিকে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ গুলি, কিরিচ ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বদরুদ্দোজা বদু বাহারছড়া উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমদের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে একটি ডাকাত চক্র বাহারছড়া ও হোয়াইক্যংয়ে বদরুদ্দোজার নেতৃত্বে একটি অপহরণ চক্র প্রতিনিয়ত অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছিলো। গত কিছুদিন আগেও বদরুদ্দোজার নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এসব ঘটনার পর থেকে চক্রের হোতা বদরুদ্দোজাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করে পুলিশ। এরই অংশ হিসেবে রোববার ভোরে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক দল পুলিশ শীলখালীর ঝাউবাগান থেকে বদরুদ্দোজাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে তার স্বীকারোক্তি মতে, অপহরণ কাজে ব্যবহার করতে হোয়াইক্যংয়ের গফুর নামে এক লোক থেকে আনা অস্ত্র শীলখালীর পাহাড়ি মুরায় ডাকাত জলিলের বাড়ির উঠানের লাকড়ির স্তুপের নিচে মজুদ রাখা দুটি ওয়ান শুটার গান, একটি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রাম দা ও একটি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়। ওসি বলেন, উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী বদরুদ্দোজারসহ চক্রের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় এজাহার দায়ের করা হয়েছে ।