টুকরো খবর
অল্পের জন্য ট্রেনের দুই শতাধিক যাত্রীর রক্ষা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
নিয়ম ভঙ্গ করে লাইন ক্লিয়ারেন্স পেপার না নিয়েই আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করলে মাত্র ৭ মিনিটের জন্য দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেলেন দুই শতাধিক যাত্রী। গত রোববার রাত ৮টা ২৬ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। একাধিক যাত্রী অভিযোগ করেন যে, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন (৭০৬)এর গার্ড মোহাম্মদ তৌফিক নিয়ম অনুযায়ী লাইন ক্লিয়ারের পেপার না নিয়েই স্টেশন ত্যাগ করে। একই সময় বিপরীত দিক দিয়ে একটি মালবাহী ট্রেন একই লাইনে দিনাজপুর রেলস্টেশন অভিমুখে আসছিলো। ঘটনা আঁচ করতে পেরে তৎক্ষণাৎ স্টেশন মাস্টার ফারহানা ইয়েসমিন লাল পতাকা হাতে দৌড়ে ষষ্টিতলা রেলক্রসিং গেটে আন্তঃনগর একতা ট্রেনটিকে থামিয়ে দেন।