কৃষিজমি থেকে বালু তোলা বন্ধ করলেন ইউএনও

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের ড্রেজিং মেশিন বসিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন ঘটনাস্থনে গিয়ে তা বন্ধ করে দিলেন। গত শনিবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার খবর পান- ভামিয়া-পোড়াকাটলা এলাকা থেকে ড্রেজিং মেশিন দিয়ে কৃষি জিমি থেকে বালু তোলা হচ্ছে এ সময় নির্বাহী অফিসার ঘটনা স্থলে গিয়ে দেখতে পান তিন প্রভাবশালী আবিয়ার মহব্বত ও জিন্নাত বালু উত্তোলন করছেন। সঙ্গে সঙ্গে নির্বাহী অফিসার বালু তোলা বন্ধ করে দেন। পোড়াকাটলা গ্রাম সুধাংশু মন্ডল জানান, গত শুক্রবার সকাল থেকে দুটি মেশিন ব্যবহার করে পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের জমি থেকে বালু উত্তোলন শুরু হয়। অনাদী বিশ্বাস নামের স্থানীয় এক ব্যক্তিকে আর্থিক সুবিধার প্রলোভনে ফেলে তার জমি থেকে ওই বালু উত্তোলন করা হচ্ছিল। আয়ুব আলী সরদার নামের এক ব্যক্তি জানান, বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। এভাবে বালু তোলার কারণে স্থানীয়রা ভাঙন আতঙ্কে রয়েছেন বলে জানান এলাকাবাসী। শ্যামনগরের সর্বত্রই এমন দৃশ্য দেখা যাচ্ছে। স্থানীয়রা জানান, আমরা খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর পাড়ে বসবাস করি এই দুই নদীর অন্তত ৫০/৬০টি স্থানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। যে কারণে গাবুরা, পদ্মপুকুর এলাকার পানিউন্নয়ন বোর্ডের বাঁধের বিভিন্নস্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দ্রুত নদীতে অভিযান পরিচালনা করা হবে।