পাঁচটি মাথার খুলিসহ ভুয়া কবিরাজ আটক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম (৪৫) নামক এক ভুয়া কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড হয়েছে। এ সময় ঐ কবিরাজের আস্তানা থেকে ৫টি মাথার খুলিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের মৃত আবু বক্কার হোসেনের ছেলে রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে নানান রোগের চিকিৎসা দিয়ে আসছিল। গতকাল সকালে জাতীয় গেয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া কবিরাজ রেজাউলকে হাতে নাতে গ্রেফতার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় তাকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. কামরুজ্জামান, এনএসআই পাবনার সহকারী পরিচালকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রতারক কবিরাজ রেজাউল করিমের আস্তানা থেকে ৫টি মাথার খুলি, তজবি, হিন্দু ধর্মের বই, ত্রিসুল, একটি লোহার বড় চেন, শংখো, সিঁদুরসহ বিভিন্ন গাছগাছালির ছাল উদ্ধার করা হয়েছে।