আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এই মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান ও ৪৭ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর। গত রোববার শহরের পুলহাট এলএসডি খাদ্য গোডাউন প্রাঙ্গণে ভাচুর্য়ালিভাবে ঢাকা থেকে সারা দেশে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মাসুদুল হাসান। দিনাজপুরপ্রান্তে দিনাজপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু নাসার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূর-এ আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক কৃষিবিদ নুরুজ্জামান, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান, চেম্বার অঅ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।