বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের সন্তান শহীদ সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন মাগুরার জেলা প্রশাসক ওহিদুল ইসলাম।
গতকাল সোমবার তিনি সোহানের নিজ বাড়িতে গিয়ে তার পিতা সেকেন্দার শাহ ও মাতা সুফিয়া বেগমসহ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
তখন সোহানের মা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তিনি শ্রীপুর পূর্বপাড়া গোরস্থানে শহীদ সোহানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানা অফিসার্স ইনচার্জ ইদ্রীস আলী, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ। জেলা প্রশাসক ওহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র, দিনমজুর ও বিভিন্ন শ্রেণি-পেশার লোক শহীদ হয়েছে। যার ফলে আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।