ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল থ্রি স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল কালীগঞ্জ উপজেলা শহরের নীমতলা বাসস্ট্যান্টে অবস্থিত ওই হোটেলে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির, ঝিনাইদহ ভোক্তা অধিকার অফিসের কম্পিউটার অপারেটর রকি হাসান ও কালীগঞ্জ থানার এএসআই সোহাগ। নিশাত মেহের জানান হোটেলটিতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, বিক্রির জন্য রেখে দেয়া মিষ্টিতে পোকা, দোয়ের পাতিলের ওজনে ফাঁকি ও মূল্য তালিকা না থাকার অভিযোগ ছিল।
হোটেলে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।