সেতু ভেঙে দুর্ভোগে দুই উপজেলার মানুষ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীর ঘোষেরহাট বাজার এলাকার ভবানীপুর খালের ওপর একটি সেতু ভেঙে এক বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ইন্দুরকানী ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা সেতুটি মেরামতের দাবি জানালেও বিভিন্ন জটিলতায় এখনো কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ১৬ নভেম্বর ঘোষেরহাট বাজার সংলগ্ন সেতুর একপাশ ভেঙে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করেন। তবে সাঁকো দিয়ে যানবাহন চলাচল সম্ভব নয়, ফলে এলাকাবাসীকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

ঘোষেরহাট সেতু ইন্দুরকানী ও মোরেলগঞ্জ উপজেলার মানুষের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে পড়ায় দুই উপজেলার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘোষেরহাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মাকিদ শিকদার জানান, সেতুটি প্রায় দু’বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। নতুন সেতু নির্মাণের জন্য বরাদ্দ আসার আগেই এটি ভেঙে পড়ে। গত এক বছর ধরে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, সেতু ভেঙে যাওয়ায় উপজেলা সদরে যাওয়া যায় না। যাতায়াতের পথ দীর্ঘ হওয়ায় আমাদের ভাড়াও কমে গেছে। এতে আয় দিন দিন কমছে। ভোগান্তির পাশাপাশি ব্যয় বেড়ে গেছে সাধারণ মানুষের। যাত্রীবাহী ও পণ্যবাহী ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যেও ক্ষতি হচ্ছে। উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন জানান- ঘোষেরহাট সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। তবে এটি বড় সড়কের তালিকাভুক্ত না হওয়ায় বরাদ্দ পেতে সমস্যা হয়েছে। এর মধ্যেই নতুন সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। স্থানীয়রা দ্রুত সেতুটির নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসনের উদ্যোগে শিগগিরই এই সংকটের সমাধান হবে।