বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর ও আর্থিক সহযোগিতা প্রদান

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীর ডাকবাংলায় মির্জা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর ও ক্ষুদ্র ব্যবসায়ীকে অর্থ প্রদান করা হয়েছে। ফেনী সোনাগাজী আঞ্চলিক সড়কের ডাকবাংলা জিরোপয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার। মির্জা গ্রুপের চেয়ারম্যান ও মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলা সভাপতি মো. জাহিদ, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ওয়ালি উল্লাহ ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবেদ আলী, বিএনপি নেতা মমিনুল হক ভূঁঞা প্রমুখ। অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত আনিকা বেগম নামে এক নারীকে একটি নতুন ঘর উপহার দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা, একাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।