মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দু’জন সার ও কীটনাশক ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বামনপাড়া ও পৌর শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আমদহ ইউনিয়নের বামনপাড়ায় মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলারের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ক্রেতাদের সার বিক্রয়ের ভাউচার না দেয়া এবং বিক্রয় রশিদ ও স্টকের গরমিল পাওয়া যায়। এ ছাড়া সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখা ও প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে পৌর শহরের বড়বাজার এলাকায় মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সার ডিলারের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযোগ ছিল অতিরিক্ত দামে সার বিক্রয় করা ও ভাউচার প্রদান না করার। ওই প্রতিষ্ঠানে অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে সারের গরমিল পাওয়া যায়। এ ছাড়া ১০৫০ টাকার ডিএপি সার ১৭৫০ টাকা অর্থাৎ বস্তা প্রতি ৭০০ টাকা বেশি দামে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
সেই সাথে টিএসপি সহ অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৭০০ টাকা বেশি দামে বিক্রয় করা হচ্ছে। অতিরিক্ত দামে সার বিক্রয় করে ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাঈদ আহম্মেদকে আইনের ৪০ ও ৪৫ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।