চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ- এমন লেখা ব্যানার মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিটি তলায় দেখা গেছে। ব্যানারে লেখা হয়েছে- আদালতের বিভিন্ন সেবার ফি শুধু কোর্ট ফি এর মাধ্যমে গ্রহণ করা হয়। এ ছাড়াও আরো লেখা হয়েছে আদালতের সেবা পেতে নগদ টাকার লেনদেন অবৈধ। অবৈধ লেনদেনসহ সেবা পেতে যেকোনো হয়রানির শিকার হলে ফোন করে অভিযোগ করুন। নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সহযোগিতায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই উদ্যোগ নেন। আদালতের এমন লিখা দেখে বিচারপ্রার্থীরা খুশি হয়েছেন। এ ছাড়াও আদালতে আসা বিচারপ্রার্থীরা অনেকেই বলছেন যদি এ কাজ সফল হয় তাহলে আদালতে আর কোনো দুর্নীতি হবেনা। গতকাল আদালতে ঘুরে দেখা গেছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সমস্ত তলায় বিভিন্ন স্থানে ব্যানার লাগানো হয়েছে।