ফেনীতে ১৭ মামলায় গ্রেপ্তার ১৭০

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে হত্যা, গুলি ও হামলার ঘটনায় ছাত্র-জনতা হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে এ পর্যন্ত মোট ১৭টি মামলা করা হয়েছে। মামলায় গত রোববার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও সন্ধিগ্ধ ১৭০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এদের মধ্যে দাগনভূঞার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সোনাগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেনী পৌরসভার কাউন্সিলরসহ বেশিরভাগই আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন আসামী বিচারিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন বলে হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনম কাশেদুল হক বাবর, সোনাগাজী সদর ইউপির চেয়ারম্যান উম্মে রুমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, শর্শদীর ছাত্রলীগ নেতা সম্রাট, নিজাম হাজারীর এমপির পিএস মানিকসহ ১৭০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। পুলিশ জানায় ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।