বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমাসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর এই পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী। গ্রেপ্তার আসামিরা হলেন-মোহনপুরের আবুল সকারের ছেলে আরজু সরকার, সালামত প্রধানের ছেলে জুয়েল প্রধান, মো. কামালের ছেলে নবীর হোসেন, কাজী সালাউদ্দিন জুয়েলের ছেলে সিফাত, আরিফ উল্লাহর ছেলে আলমগীর সরকার ও জীবন সরকার।
পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে গত সোমবার ৪১ জন এজহার নামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০জনকে আসামি করে মামলা করেন।