পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দু’জন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার। মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের হারুন জোমাদ্দার এর ছেলে মো. সুমন জোমাদ্দার গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়িতে পৌঁছা মাত্র ওঁত পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারীকে আটক করে। আটকরা হলেন- পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার। এলাকাবাসী আটকদের থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় ব্যবসায়ী সুমনের স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে ভান্ডরিয়া থানায় একটি মামলা করেছেন এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, এঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে একটি দা জব্দ করা হয়েছে।