কুমিল্লার তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি উক্ত প্রদর্শনীতে ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৩টি দপ্তর অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক, সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ প্রমুখ।