নকলায় মশকনিধন কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ডেঙ্গুর প্রকোপ রোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক দীপ জন মিত্র। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, টিকাদান সুপার ভাইজার মোখলেছুর রহমান, সিনিয়র অফিস সহকারী রিনা বেগম, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নকলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও দীপ জন মিত্র বলেন, মশকনিধন একটি চলমান কর্মসূচি। তবে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের আরো সচেতন হতে হবে। নিজের বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও সচরাচর কোথাও পানি জমিয়ে রাখা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন তিনি।