টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞনি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল স্থানীয় রাণী দিনমনী শ্মশান ঘাটের সামনে বিশ্ববিদ্যালয়য়ের গ্রীণ ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ওই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রীণ ক্লাবের আহ্বায়ক শামীম কবির, শিক্ষার্থী তুর্ণা প্রমুখ।