ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী

কুমিল্লার দাউদকান্দিতে শামীমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মাসুম পলাতক রয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার হাটচান্দিনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার হাটচান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মাসুমের স্ত্রী। শামীমার তিন বছরের একটি মেয়ে এবং চার মাস বয়সের একটি ছেলে রয়েছে। তারা হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকতো। নিহত শামীমার বোন তাসলিমা বলেন, বিয়ের পর থেকে মাসুম ও তার বন্ধু সেলিমসহ আরো অনেকের সঙ্গে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে।

এর প্রতিবাদ করলে আমার বোনের ওপর নির্যাতন করতো। এ ঘটনাকে কেন্দ্র করেই আমার বোনকে হত্যা করে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় শামীমা, তার বড় বোন ও মাসহ আরো কয়েকজন ফাঁড়িতে আসে। তারা সেলিম ও সেলিমের বোনসহ কয়েকজনের নামে মৌখিক অভিযোগ দেয়। লিখিত অভিযোগ দিতে বললে পরে এসে দিবে বলে চলে যায়। এরপর রাতেই শুনি শামিমকাকে কুপিয়ে মেরে ফেলেছে। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, খবর পেয়ে গত মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেক শামীমার লাশ থানায় নিয়ে আসি। গতকাল বুধবার সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শামীমার পরিবারের সাথে সেলিমের পরিবারের মারামারিসহ একাধিক মামলা মোকদ্দমা চলছে। এই ঘটনায় নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত লিখিত অভযোগ দায়ের করেনি। অভিযোগ দিলেই মামলা নেয়া হবে। ঘটনার পর থেকে মাসুম ও সেলিমসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত