কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষার্থে মাটিখেকোদের বিরুদ্ধে দিন-রাত সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের খামারগ্রাম গ্রামের বিল, দৌলতপুর গ্রামের নজরুল গেইট ও নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রামের বিল হতে ৪টি অবৈধ ড্রেজার মেশিন এবং রাতে জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গোমতী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় ২টি ট্রাক ও ধামঘর ইউনিয়নের লক্ষীপুর বিল থেকে ২টি এস্ক্যাভেটরসহ প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের জেল দেয়া হয়েছে।