ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘তথ্য পাওয়ার ক্ষেত্রে নারীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

‘তথ্য পাওয়ার ক্ষেত্রে নারীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

পার্বত্য চট্টগ্রামে তথ্য পাওয়ার ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে। অসচেতনতা, কুসংস্কার, ও পুরুষ শাষিত সমাজ ব্যবস্থা এর প্রধান কারণ।

নারী যদি নিজেকে সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নারীকেই এগিয়ে আসতে হবে এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে নারীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে রাঙামাটি সদর উপজেলা পরিষদ হলরুমে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা বলেন, নারীকে পিছিয়ে রাখা হলে সমাজ, দেশের উন্নতি তরান্বিত হবে না। আমাদের সমাজে নানাভাবে নারীদের পিছিয়ে রাখা হয়। উত্তরাধিকার সনদের ক্ষেত্রে যেটা দেখা যায় মেয়েদেরকে বাদ দেয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে মায়েদেরকেও বঞ্চিত করা হয়।

এ ধরনের মানসিকতা পরিহার করতে হবে। মনে রাখতে হবে উত্তরাধিকার সনদ ও সম্পদ বণ্টন এক নয়। তাই সবক্ষেত্রে নারীকেই এগিয়ে আসতে হবে, নিজের অধিকার বিষয়ে নারীকেই সচেতন হতে হবে। তৃণমূল উন্নয়ন সংস্থার সভাপতি অশোক কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, দি চার্টার সেন্টার আর্থি প্রজেক্ট এর সিনিয়র অফিসার শাহরোজ এনাম। প্রজেক্ট প্রেজেন্টেশন করেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মিনুচিং মার্মা। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত