থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা, লুটপাট ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। ওই দিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়। গতকাল শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।