সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি লিটন শেখকে (৩৫) র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার নেলছা পাড়া গ্রামের ইসমাইলের ছেলে। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ অক্টোবর ‘এ্যানজেল ফুড এন্ড বেকারি’ অফিস কক্ষে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথাকাটি হয়। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় আশফাকুল আউয়ালকে গলাটিপে হত্যার পর তার লাশ শহরের একটি বেসরকারি হাসপাতালে রেখে যায় আসামি।
স্বজনরা হাসপাতালে গিয়ে আউয়ালকে মৃত অবস্থায় দেখতে পায়। নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাব-১২ ও র্যাব-১ গত সোমবার রাতে ঢাকার খিলক্ষেত খাঁ পাড়া মসজিদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।