নারায়ণগঞ্জের আড়াইহাজারের স্থানীয় গোপালদী বাজারে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকার মতো হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এনায়েত হোসেন। আড়াইহাজার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আড়াইহাজার ফায়ার সার্ভিস ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তিনি আরো বলেন, পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়ে তা তদন্তের পর বলা যাবে। এদিকে ক্ষতিগ্রস্তরা জানান, ধারণা করা হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি টাকার মালের ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ণয় করতে আরো সময় লাগবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে আলমগীর টেক্সটাইল মিল, সাইদুল ও জলিলসহ আরো দুটি প্রতিষ্ঠান। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।