ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীতে শিক্ষার্থীদের বাস টার্মিনাল অবরোধ

নরসিংদীতে শিক্ষার্থীদের বাস টার্মিনাল অবরোধ

বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগ এনে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তান গামী একমাত্র পরিবহন ‘মেঘালয় লাক্সারি’ বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্তঃজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখে। এ সময় টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা উদ্দেশে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি। এর আগে, গত মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেয় শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, ১ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসেবে, নরসিংদী থেকে ঢাকার দুরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকার বিপরিতে এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা।

টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকায় দৈনিক অন্তত ৫ হাজার মানুষের ভোগান্তি দাবি করে এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা। এদিকে কাউন্টারে দেখা যায়নি উল্লেখযোগ্য বাস মালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মুঠোফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত