ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হবিগঞ্জে তিন মাদককারবারি আটক

হবিগঞ্জে তিন মাদককারবারি আটক

হবিগঞ্জে ইয়াবা ও গাঁজার চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)। গতকাল বুধবার ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত