ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে পাচার ২৪ বাংলাদেশিকে ফেরত

ভারতে পাচার ২৪ বাংলাদেশিকে ফেরত

ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর ও কিশোরিকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা কিশোর ও কিশোরীরা সাতক্ষীর, পটুয়াখালি, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশের কার্যক্রম শেষে আইনি সহয়তার জন্য রাইটস যশোর, জাস্টিস এন্ড কেয়ার ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে ৩টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। পুলিশ ও মানবাধিকার কর্মকতারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে দালাল চক্র তাদের সীমান্ত পথে ভারতে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত