ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কেটে রাখা ৬০ শতক জমির ধান চুরি

কেটে রাখা ৬০ শতক জমির ধান চুরি

কক্সবাজারের চকরিয়ায় কৃষকের কেটে রাখা ৬০ শতক জমির ধান রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার রাতে চকরিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী দিগরপারখালী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া ধানের মালিক চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগরপান খালী গ্রামের মৃত জতিন্দ্র বিকাশ দাশ এর ছেলে কৃষক বাহাদুর দাশ জানায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি চকরিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী দিগরপারখালী এলাকায় জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। গত কয়েকদিন আগে তিনি চাষকৃত এসব জমির ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন।

কিন্তু বুধবার রাতের আঁধারে একদল দুর্বৃত্ত কেটে রাখা এসব ধান গাড়ি ভর্তি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সাম্ভব্য সব জায়গায় খোঁজ নেয়ার পরও চুরি হয়ে যাওয়া এসব ধানের কোনো হদিস মেলাতে পারেননি তিনি। কৃষক বাহাদুর দাশ আরো বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তার চাষকৃত জমিতে বেশ ভালো ফলন হয়েছে। ৬০ শতক জমিতে অন্তত ৪৫ মন ধান উৎপাদন হতো। যার বর্তমান বাজার মূল্য ৬০ হাজার টাকা। কিন্তু চোরের দল তার রোপিত সেই ধান আর ঘরে তুলতে দিলনা। ধান চুরির ঘটনায় পরবর্তী আইনী প্রদক্ষেপ নিবেন বলেও জনান ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর দাশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত