আওয়ামী লীগ নেতা কালাম আজাদ গ্রেপ্তার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদকে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি তৎকালীন জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমানকে অপহরণ, গুম, চাঁদা দাবি, নির্যাতন, এবং হত্যার চেষ্টা করা হয়। অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৫ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে তুহিনুরকে বিভিন্ন মামলায় জড়িত করে আদালতে সোপর্দ করা হয়।
দেশের পরিবেশ স্বাভাবিক হওয়ায় গত ২৫ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে এ ঘটনায় মামলা করা হয়। তৎকালীন জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমানের করা মামলার পরিপ্রেক্ষিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।