ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন

আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন

২৯ বছর পর অবশেষে চালু হলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। গতকাল জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে এই টার্মিনাল থেকে। পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের পর ২০০৯ সালে করা হয় টার্মিনাল ভবন নির্মাণ। পরপর আবারো ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকি কাজ সম্পন্ন করা হয় ২০২৩ সালে। এতদিন রাজনৈতিক নানা টানাপোড়েনে চালু করা সম্ভব হয়নি এই টার্মিনালটি। অবেশেষে জেলার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বাস চলাচল শুরু করা সম্ভব হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক হযরত আলী, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পৌর প্রশাসক তোফায়েল আহাম্মদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত