ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলের সাংবাদিকের নামে মামলা

টাঙ্গাইলের সাংবাদিকের নামে মামলা

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা নিয়ে জনদুর্ভোগের সংবাদ প্রচার করে মামলার আসামি হয়েছেন আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী।

জানাগেছে, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে রেখেছে একটি পরিবার। ইতোপূর্বে ওই রাস্তাটি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশি বৈঠকে সিদ্ধান্ত না হওয়ায় এলাকাবাসী রাস্তা নির্মাণের জন্য এলেঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ বিবেচনায় আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল) সংবাদ প্রচার করেন।

সংবাদে বিক্ষুব্দ হয়ে এলেঙ্গা পৌরসভার আবু বক্কর সিদ্দিকীর ছেলে. লেবু মিয়া বাষউ হয়ে আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল) মেহেদী হাসান চৌধুরী জানান, সম্প্রতি একটি লাশ খাটিয়া টিন কেটে বের হওয়ার দৃশ্য দেখে তিনি রাস্তার প্রয়োজনীয়তা বুঝতে পারেন। এরপর তিনি জনদুর্ভোগ লাঘবে একটি প্রতিবেদন তৈরি ও প্রচার করেন। প্রচার হওয়ার ১ মাস পর তিনি জানতে পারেন তার নামে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মামলার বাদী লেবু মিয়া মোবাইল ফোনে জানান, এ বিষয়ে তিনি ফোনে কোনো কথা বলবেন না। বিস্তারিত জানানোর জন্য তিনি সাংবাদিকদের তার বাড়িতে যেতে বলেন। এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা রাস্তার জন্য একটি আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভার বিধান অনুযায়ী রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত