ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ছয়

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ছয়

নেত্রকোণার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট ও মাক্স পরিহিত। গতকাল রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার, বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান ওরফে আল-আমিন, ছোট ইলাসপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার?, একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী, মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন, পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত।

স্থানীয়দের বরাতে জানা যায়, মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা শাহাদত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজা। মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়াও শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত