ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সকালে মোটরসাইকেলযোগে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়।

এতে ওই ২ আরোহী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত