ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঝুলে থাকা তারে দুর্ঘটনার আশঙ্কা

ঝুলে থাকা তারে দুর্ঘটনার আশঙ্কা

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় বিপজ্জনক তারের জঞ্জাল বিভিন্ন বৈদু্যুতিক খুঁটি দখল করে রেখেছে। প্রতিটি পিলারের সঙ্গে পাকিয়ে ফেলা হয়েছে তারের কুণ্ডলি। ঝুলে থাকা এসব তারের মাধ্যমেই মাঝে মাঝে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়াসহ নানা রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে নগরবাসী। বিশেষ করে জঞ্জালের মতো এসব তার নষ্ট করছে পৌর এলাকার সৌন্দয্য। মাধবপুর পৌর এলাকার বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে ডিশ আর ইন্টারনেট ও অন্যান্য তারগুলো জড়িয়ে ক্রমে যে অবস্থা করা হয়েছে তা খুবই দৃষ্টিকটু ও বিপজ্জনক। কোন কোন এলাকায় ফুটপাত বা রাস্তায় নেমে এসেছে তারের লাইন। ঝুলে থাকা এসব তারের মাধ্যমেই মাঝে মাঝে ঘটছে নানা দুর্ঘটনা। বিশেষ করে মাধবপুর বাজারে মাথার উপর তাকানোর উপায় নেই। তারে তারে একেবারে তারময় অবস্থা। বৈদ্যুতিক খুঁটিতে বৈদ্যুতিক তারের সাথে খুব নিচু দিয়ে নিয়ে টানা হয়েছে এসব তার। মাধবপুর পৌর এলাকার স্থানীয় ব্যবসায়ী গোপাল বণিক বলেন বিপজ্জনক এসব তারের জঞ্জালে পৌর এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে, মাথার উপরে থাকালেই এসব তার নজরে পরে, তারের জঞ্জালে যে কোনো সময় আগুন লাগার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম পারভেজ ভূঁইয়া বলেন, আমরাও চাই তারের জঞ্জাল অপসারণ করার। মাধবপুর পৌর প্রশাসক আমাদের সহযোগিতা করলে তারের জঞ্জাল অপসারণ করা সহজ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত