অনুপ্রবেশকারী মা-মেয়েকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিক মা ও মেয়েকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। গত শনিবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার রামচন্দ্রপুর বিজিবির বিওপি ক্যাম্পে বিএসএফ ‘এর সাথে অনুষ্টিত পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক মানতা বালা ও তার ২ বছরের কন্যাকে হস্তান্তর করা হয়। জানা যায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার কমলপুর ইউনিয়ন অন্তর্গত মোল্লাপাড়ার শঙ্কর রায়ের মেয়ে মানতা বালা শিশু কন্যাসহ বিরলের রামচন্দ্রপুর সীমান্ত পিলার ৩২৯ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় টহলরত বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। বিএসএফ ঘটনাটি ৪২বিজিবির রামচন্দ্রপুর বিওপিকে অবহিত করলে গত শনিবার পতাকা বৈঠক করে মা ও মেয়েকে ফেরত দেয়া হয়।